সংবাদ শিরোনাম ::
ময়লা আবর্জনার দুর্গন্ধে শুভাঢ্যা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের রোগীরা এখন অতিষ্ঠ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৪২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২ ১১৩৭৭ বার পড়া হয়েছে
মোঃ আল-আমিন:
কেরানীগঞ্জ উপজেলার, দক্ষিণ কেরানীগঞ্জ, শুভাঢ্যা ইউনিয়নের পূর্ব চুনকাটিয়া, আমিন পাড়া ব্রিজ সংলগ্ন স্বাস্থ্য কেন্দ্রের সামনে যেন এক ময়লা ফেলার স্থান।
সেখানে প্রতি দিন শত শত মানুষ স্বাস্থ্য কেন্দ্রের সেবা নিতে এসে দুর্গন্ধে অতিষ্ঠ।
এ বিষয়ে স্বাস্থ্য কেন্দ্রের কর্মরত মিসেস রুমা খাতুন ও অনন্যা দাস সংবাদকর্মী দের জানায়,
স্বাস্থ্য কেন্দ্রের, যে ময়লা-আবর্জনা হয় তা আমরা আমাদের নিজের অর্থায়নে পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখি।
কিন্তু সাধারণ মানুষের বাসা বাড়ির ময়লা-আবর্জনা এনে স্বাস্থ্য কেন্দ্রের সামনে ফেলে রাখে যার কারণে দুর্গন্ধে রোগীদের সেবা দিতে ব্যাঘাত ঘটে। এ বিষয়ে স্থানীয় নাম না বলায় অনেকেই খোপ ও দুঃখ প্রকাশ করেন।তারা বলেন বিষয়টি
ইউনিয়ন পরিষদের কিছুসংখ্যক লোকদের অবহেলা কারণে এই স্বাস্থ্যকেন্দ্র টি দিন দিন যেন ময়লার স্তুপে পরিণত হচ্ছে।
তাই এলাকাবাসী বলেন, অচিরেই ওই স্থানে ময়লা না ফেলার দাবি জানান এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উপরস্থ স্বাস্থ্য কর্মকর্তাদের যাতে করে দৃষ্টিগোচর হয়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান স্থানীয় সুশীল সমাজ।